এ কেমন বিপর্যয়, ০ রানেই ৬ উইকেট হারাল ভারত 

সংগৃহীত ছবি

এ কেমন বিপর্যয়, ০ রানেই ৬ উইকেট হারাল ভারত 

অনলাইন ডেস্ক

কেপ টাউন টেস্টে প্রথম বিপর্যয় ঘটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস। মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫৫ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। এরপর ভারত ব্যাটিংয়ে নেমে এগোচ্ছিল বড় লিডের পথেই। তবে একই দিনে আরও একটি বড় বিপর্যয় দেখল ক্রিকেট বিশ্ব।

ভারত তাদের শেষ ৬ উইকেট হারিয়েছে স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে না পেরেই।  

নিউল্যান্ডসে ব্যাটিংয়ে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৩ রান তুলে ফেলে। এরপর এক ঝড়ে লণ্ডভণ্ড ভারত। আর কোনো রান না উঠতেই হাতে থাকা বাকি ৬ উইকেট হারায় ভারত।

১১ বলের ব্যবধানে শেষ ৬ উইকেট হারানোর ফলে ৯৮ রানের লিডেই সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের।

অথচ যশস্বী জয়সোয়াল আগেভাগে ফিরলেও বড় লিডের পথে হাঁটছিল ভারত। রোহিত শর্মা ও শুভমন গিল সেই ইঙ্গিতই দিচ্ছিলেন। এ জুটি ভাঙার পর আবার ধাক্কা খেলেও বিরাট কোহলির ব্যাটে আবারও টেস্টের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। কিন্তু লোকেশ রাহুল ফিরতেই কী থেকে যে কী হয়ে গেল!

দলীয় ১৫৩ রানে রাহুল ৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর একে একে রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণাও আউট হন। এরমধ্যে সর্বোচ্চ ৪৬ রান আসে কোহলির ব্যাট থেকে। বাকিরা সবাই ফেরেন ০ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন তিন পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং নান্দ্রে বার্গার। সিরাজ হন রানআউট।

news24bd.tv/SHS