সুইডেনের তাপমাত্রা মাইনাস ৪০ এ নামলো

ঠাণ্ডায় বেশি কাঁপছে উত্তর সুইডেনের বাসিন্দারা।

সুইডেনের তাপমাত্রা মাইনাস ৪০ এ নামলো

অনলাইন ডেস্ক

সুইডেনে গত ২৫ বছরের মধ্যে বুধবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নামে।

সুইডিশ মেটিওরোলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউটের বরাতে ডয়চে ভেলে জানায়, ১৯৯৯ সালের পর ২০২৪ সালের জানুয়ারিতে দেশের সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হলো।

ঠিক ২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নামে।

১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কয়েকদিনে তাপমাত্রা এতটাই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে বাতিল করা হচ্ছে ট্রেনযাত্রা।

উত্তর সুইডেনের আদিবাসী সামি অধ্যুষিত একটি ছোট গ্রাম নিক্কালুওকতা।

মঙ্গলবার ভোরে সেখানে মাইনাস ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন রাতে যা ৪০ ডিগ্রির নিচে নেমে যায়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক