বিএনপির ১২ নেতাকে বহিষ্কার

প্রতীকী ছবি

বিএনপির ১২ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিএনপির তৃণমূল পর্যায়ের ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভীর পাঠানো বিবৃতি থেকে জানা গেছে, বহিষ্কৃত নেতারা বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, সিলেট, নাটোর, মৌলভীবাজার ও চট্টগ্রামের বিভিন্ন ইউনিট কমিটিতে ছিলেন।

দল বহিষ্কৃতরা হলেন- বরগুনার আমতলী উপজেলার আহ্বায়ক জালাল ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সহসভাপতি আমানুল্লাহ আমান, নাটোরের লালপুর থানার যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাবেক সহসভাপতি আবদাল হোসেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহেতাশামুল আজিম।

তালিকায় আরও রয়েছেন- বাগেরহাটের মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, বরগুনার বেতাগী পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক দুলাল, সিলেট মহানগর ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নিহার রঞ্জন দাস ও সিলেটের সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক।

news24bd.tv/FA