১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক  

১১ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি: নিউজ২৪

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক  

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ১১ ঘণ্টা পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারী ) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারি ব্যাবস্থাপক আব্দুর রহিম। তিনি বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে ফেরিতে তোলা হচ্ছে।

এর আগে গত রাত সাড়ে ৯ টার পর থেকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

news24bd.tv/DHL