প্রচারণা শেষ হচ্ছে কাল

রাতেও থেমে নেই নড়াইল-২ আসনে নৌকার মাঝি মাশরাফী বিন মোর্ত্তজার প্রচারণা।

প্রচারণা শেষ হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। এদিন সকাল ৮টার পর আর কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

ফলে শেষ সময়ে শতাধিক আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী উত্তাপও বাড়ছে।

গতকালও দেশের বিভিন্ন স্থানে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহিংসতার খবর পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ১২টায় মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ওঠে কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকদের বিরুদ্ধে।

এদিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনে নারী ভোটারদের টাকা বিলাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকরা-এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভাইরাল হয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কর্মী সমর্থক ও স্থানীয়দের মধ‍্যে।

প্রচার প্রচারণায় অনেকে ব্যস্ত সময় পার করলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন কোনো কোনো প্রার্থী। তবে দুই শতাধিক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরুদ্ধে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী নেই।

এর আগে গত মঙ্গল ও বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন জাতীয় পার্টির ১১ প্রার্থী। তাদের অভিযোগ, কৌশলে আসন বাড়িয়ে তাদের বিপদে ফেলা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

news24bd.tv/FA