নারায়ণগঞ্জ-১ আসনে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগে ইসির আপত্তি

নারায়ণগঞ্জ-১ আসনে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগে ইসির আপত্তি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-১ আসনে যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ না দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণ করতে এ নির্দেশ দিয়েছে ইসি।

নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয় কমিশন।

এতে বলা হয়, তৈমূর আলম খন্দকার, সংসদ সদস্য পদপ্রার্থী, ২০৪ নারায়ণগঞ্জ-১ যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ না করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে একটি অভিযোগ/আবেদন দাখিল করেছেন।

উল্লেখিত অভিযোগ/আবেদন এর বিষয়ে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করছে। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সত্ত্বর নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য নির্দেশক্রমে রিটার্নিং অফিসারকে অনুরোধ করা হলো।

news24bd.tv/FA