মাহি বললেন, 'জমিদার সাহেবের টাকা ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ'

সংবাদ সম্মেলনে মাহিয়া মাহি।

মাহি বললেন, 'জমিদার সাহেবের টাকা ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ'

রাজশাহী প্রতিনিধি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এই চিত্রনায়িকা।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলায় প্রতিদিন ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন মাহি। ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

সেই সঙ্গে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তানোর উপজেলার মন্ডুমালা বাজারের তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন মাহি।

সংবাদ সম্মেলনে মাহি ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর উদ্দেশে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জমিদার সাহেবের টাকা বিতরণ ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ।  

তিনি বলেন, ভোটারদের আমি বলেছি জমিদারের লোকেরা টাকা দিলে টাকা নিয়ে নিবেন।

কিন্তু ভোট ট্রাক প্রতীকে দিবেন।

আরও পড়ুন: নতুন বছরে নৌকায় মাহির ট্রাক! 

তিনি আরও বলেন, জমিদারের অত্যাচার থেকে তানোর-গোদাগাড়ীবাসীকে মুক্ত করার জন্যই তিনি নির্বাচন করছেন।  

মাহিয়া মাহি সংবাদ সম্মেলনে ১৭ দফা ইশতেহার ঘোষণা করেন।

আরও পড়ুন: নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিলেন মাহি

                 আমি আর সিনেমা করব না: মাহিয়া মাহি

                 নির্বাচনী প্রচারে গিয়ে মাহির আক্ষেপ 

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন নায়িকা।

news24bd.tv/TR