সরে দাঁড়ালেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি

বাংলাদেশ তরিকত ফেডারেশন এর চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। ছবি: সংগৃহীত

সরে দাঁড়ালেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন এর চেয়ারম্যান ও ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেন, দলের ভাইস চেয়ারম্যান ও তার ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দাবি, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে নৌকার বিজয় নিশ্চিতে তার এই সিদ্ধান্ত।

তিনি বলেন, সরকারের কোন অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম, দেশের অন্য আসনগুলোতে আমাদের প্রার্থী থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ। তিনি এই আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।

news24bd.tv/DHL