'প্রার্থীদের অনুসারীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন'

খন্দকার আল মঈন (ফাইল ছবি)

'প্রার্থীদের অনুসারীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন'

অনলাইন ডেস্ক

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, সহিংসতার জন্য দেশজুড়ে বিভিন্ন প্রার্থীর অনুসারীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন, এমন গোয়েন্দা তথ্য রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।  

তিনি বলেন, সম্প্রতি দেশব্যাপী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারকেন্দ্রে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, গত ৭২ ঘণ্টায় জনপ্রতিনিধিসহ ৫০ জনকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নামে সহিংসতার মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য র‍্যাবকে দিয়েছেন।

যারা এ ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

মঈন বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে র‍্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে। যারা সহিংসতা করতে পারেন, তাদের বিষয়ে কাজ করছি। নির্বাচনের আগে যদি তাদের পাওয়া যায়, আইনের আওতায় আনা হবে।

news24bd.tv/TR      


 

এই রকম আরও টপিক