নাটোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

নির্বাচন বর্জনের আহ্বানে নাটোরে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

নাটোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

 নাটোর প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে নাটোরে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে শহরের তেবাড়িয়া হাট থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সিনিয়র  যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,  নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকালে 

এ সময় তারা বলেন, ৭ জানুয়ারি ভোট বর্জনের মধ্যে দিয়ে সরকারকে লাল কার্ড দেখাতে হবে। সরকার নিজের স্বার্থে এই ডামি নির্বাচন করছে। এই ডামি নির্বাচন সাধারণ জনগণ মানবে না। ৭ জানুয়ারি ভোট বর্জন করে পরিবারকে সময় দেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে যানবাহনে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা।  

news24bd.tv/কেআই