৫ মাস পর বন্দী বিনিময় রাশিয়া-ইউক্রেনের

ইউক্রেনের এক বন্দি দেশে ফেরার পথে কান্না সামলাতে পারেননি: ছবি, কাউন্টার পাঞ্চ

৫ মাস পর বন্দী বিনিময় রাশিয়া-ইউক্রেনের

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে দুইদেশই শক্রদেশের নাগরিককে বন্দি করেছিল। যুদ্ধের ভয়াবহতা বেড়েছে। বন্দি শিবিরে কেটেছে দুই দেশের অনেক নাগরিকের। বোঝাপড়াও হয়নি কোনো।

তুরস্কের মধ্যস্থতায় কিছু সময়ের জন্য কৃষ্ণ সাগরের মাধ্যমে খাদ্যশস্য রপ্তানি এবং মাঝেমধ্যে ছোট আকারে যুদ্ধবন্দি বিনিময় ঘটলেও বড়ো আকারে বন্দি বিনিময় হয়নি।

কিন্তু এবার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় বুধ ও বৃহস্পতিবার  ইউক্রেন ও রাশিয়া আবার বন্দি বিনিময়ের ঘোষণা করেছে। প্রায় পাঁচ মাসের বিরতির পর দুই পক্ষই  ছয় শতাধিক বন্দি বিনিময় করেছে। সূত্র , আল জাজিরা।

 
তবে কোনো পক্ষই এখনো আটক যুদ্ধবন্দিদের মোট সংখ্যা প্রকাশ করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রুশ সামরিক বাহিনীর ২৪৮ জনকে ফেরত পাঠিয়েছে। অন্যদিকে ইউক্রেন ২৩০ জনকে ফেরত পেয়েছে, যাদের মধ্যে ২২৪ জন সেনা ও চারজন বেসামরিক মানুষ আছে। যুদ্ধের সূচনার পর থেকে এক ধাক্কায় এত বেশি সংখ্যক বন্দি বিনিময় ঘটেনি বলে এখনো পর্যন্ত জানা গেছে।

কিয়েভ ও মস্কো আলাদা ভিডিওতে বন্দিদের প্রত্যাবর্তনের দৃশ্য প্রকাশ করেছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ও কিয়েভের সঙ্গে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই সে দেশ বন্দি বিনিময়ের ক্ষেত্রে মধ্যস্থতা করতে পেরেছে। আমিরাত দুই পক্ষের উদ্দেশ্যে আরো মানবিক উদ্যোগ ও যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানসূত্রের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআরের প্রধান কুরিলো বুদানভ সংযুক্ত আরব আমিরাতের সরাসরি ভূমিকা স্বীকার করে বলেন, অনেককাল পর কঠিন বন্দি বিনিময় সম্ভব হলো।

এদিকে যুদ্ধবন্দি বিনিময় সত্ত্বেও দুই দেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইউক্রেনের পূর্বে আভদিভকা শহরে রাশিয়া কয়েক মাস ধরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার সেখানে চারটি ক্ষেপণাস্ত্র হামলা ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানান।

news24bd.tv/ডিডি