ইসরায়েলি হামলায় নিহত আরও ২০ ফিলিস্তিনি

সংগৃহীত ছবি

ইসরায়েলি হামলায় নিহত আরও ২০ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে গত এক দিনে কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা ওয়াফার।

গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস এলাকার পশ্চিম পাশে সালাহ পরিবারের আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশু ও নারীসহ ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি, খান ইউনিসের পশ্চিম প্রান্তে কৃষি জমি এবং আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মধ্য গাজার আল মাগাজি উদ্বাস্তু শিবির এবং আল মাসদার গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় ডজনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে অনেকে এখনও চাপা পড়ে আছেন।

মধ্য গাজার আল জাওয়াইদা এলাকায় ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ এবং বিমান হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ২২ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ হাজার ৬০০ জন শিশু এবং ৬ হাজার ৭৫০ জন নারী।

ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৯ হাজার ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন এবং ৫৭ হাজার ২০০ জন আহত হয়েছেন।

news24bd.tv/ab