আইসিইউ থেকে কেবিনে বাফুফে সভাপতি 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

আইসিইউ থেকে কেবিনে বাফুফে সভাপতি 

অনলাইন ডেস্ক

অবশেষে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনকে। আজ বৃহস্পতিবার অস্ত্রোপচারের সাত দিন পর তাকে কেবিনে স্থানান্তর করা হলো। জানা গেছে, সাধারণ কেবিন থেকে কিছুদিনের মধ্যেই বাসায় যেতে পারেন বাফুফে সভাপতি।

গত ২৮ ডিসেম্বর দেশের একটি হাসপাতালে বাফুফে সভাপতির বাইপাস সার্জারি হয়।

অস্ত্রোপচার হওয়ার কিছুক্ষণ পরই তাকে আইসিইউতে নেওয়া হয়। সাধারণত সার্জারি পরবর্তী বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের জন্য ৩-৪ দিন আইসিইউতে রাখা হয়। বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় সালাউদ্দিনকে একটু বেশি সময় আইসিইউতে থাকতে হয়েছে।

গত ১৬ ডিসেম্বর বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনের পর অসুস্থ হয়ে পড়েন কাজী সালাউদ্দিন।

পরদিনই ভর্তি হন হাসপাতালে। নানা পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধর পড়ে। তখনই চিকিৎসকেরা সিদ্ধান্তে পৌঁছান, বাইপাস সার্জারি প্রয়োজন।

সালাউদ্দিনের পরিবার চাইছিল বিদেশে অস্ত্রোপচার করাতে। কিন্তু বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা ছিল না ৭০ বছর বয়সী সাবেক এই তারকা ফুটবলারের। ফলে দেশেই তার এই জটিল অস্ত্রোপচার করা হয়েছে।

news24bd.tv/SHS