পঞ্চগড়ে নৌকা প্রার্থীর সঙ্গে তরুণদের সংলাপ

পঞ্চগড়ে নৌকা প্রার্থীর সঙ্গে তরুণদের সংলাপ

পঞ্চগড় প্রতিনিধি

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পঞ্চগড়-১ আসনের নৌকা প্রতিকের প্রার্থী নাঈমুজ্জামান ভুইঞা মুক্তার সাথে তারুণ্যের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান আয়োজন করে পঞ্চগড় জেলা ছাত্রলীগ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজারো নতুন ভোটার, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়। এসময় শিক্ষার্থী এবং নতুন ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নৌকা প্রার্থী।

তরুণরা তার কাছে পঞ্চগড়-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা জানতে চান। এসময় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন, কর্মসৃজন সহ বেশ কিছু বিষয়ে তরুণ এবং প্রার্থীর মধ্যে আলোচনা হয়। অংশ নেওয়া তরুণদের মুহুর্মুহু করতালির মাধ্যমে আলোচনা উপস্থাপন করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান।  

তারুণ্য নির্ভর এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের  নেতা-কর্মী, শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী এতে অংশ নেন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক