দক্ষিণ লেবাননে হামলা চালালো ইসরায়েল

সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে হামলা চালালো ইসরায়েল

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নয়জন সদস্য নিহত হয়েছেন। গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে লড়াই তীব্র আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে এটিই ছিল হিজবুল্লাহর ওপরে সবচেয়ে বড় হামলার ঘটনা। খবর আল জাজিরার।

ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে হিজবুল্লাহর সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হামলার ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে ইসরায়েলি বোমা হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনকে ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা যায়।

ইসরায়েলি হামলার বিপরীতে হিজবুল্লাহ কর্তৃক পাল্টা হামলার অভিযোগ তুলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হিজবুল্লাহ কর্তৃক ছোঁড়া রকেটগুলো উত্তর ইসরায়েলের গোরেন এলাকায় উন্মুক্ত স্থানে পতিত হয়।

গত ৮ অক্টোবর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে শুরু হওয়া হামলা-পাল্টা হামলার ঘটনায় এ পর্যন্ত ডজনেরও বেশি বেসামরিক লেবানিজ নাগরিক এবং ১৪০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

news24bd.tv/ab