নির্বাচন উপলক্ষে মোতায়েন হলো ‘র‌্যাট’

নির্বাচন উপলক্ষে মোতায়েন হলো ‘র‌্যাট’

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন হলো বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে তারা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাংবাদিকদের এসব তথ্য জানান বাহিনীর ২৬ বিজিবির উপ অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ।

যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কাজ করতে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, বিজিবির এই টিম যে কোনো নাশকতা মোকাবেলায় কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে।

আর নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। রাজধানী ও আশেপাশের জেলায় ১৬১ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান মেজর আবরার আল মাহমুদ।

আরও পড়ুন: আওয়ামী স্বতন্ত্র প্রার্থীর গুন্ডা বাহিনী আক্রমণের চেষ্টা চালাচ্ছে: ইনু

আরও পড়ুন: বাদশার বিরুদ্ধে বাদশার অভিযোগ

আরও পড়ুন: নবী-রাসুলকে নিয়ে সমালোচনা করেন, সাহস পান কোথায়?

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক