নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নৌকার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী

সংবাদ সম্মেলনে সুকৃতি কুমার মন্ডল।

যশোর-৪ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নৌকার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী

যশোর প্রতিনিধি

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে নৌকার বিরুদ্ধে আদালতে একের পর এক অভিযোগ দিয়ে শেষ পর্যন্ত হেরে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে  যশোরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি। সুকৃতি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করছিলেন তিনি।

এর আগে নৌকার বিপক্ষে নির্বাচন করবেন না বলে গণমাধ্যমকে জানান বর্তমান এমপি রনজিত কুমার রায়। তারা দুজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিলসহ আদালতে দুই দফা মামলা করেন। সবখানেই রায় তাদের বিপরীতে যায়।

তবে সুকৃতি কুমার মন্ডলের অভিযোগ, আওয়ামী লীগের নিমন্ত্রণে সাড়া দিয়ে তারা নির্বাচনে এসেছিলেন।

তবে বর্তমানে নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ায় স্বেচ্ছায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক