ইরানে হামলার দায় স্বীকার করলো আইএস

জোড়া বিস্ফোরনে ক্ষতির নমুনা।

ইরানে হামলার দায় স্বীকার করলো আইএস

অনলাইন ডেস্ক

ইরানের বিপ্লবী গার্ড কোরের কমান্ডার কাসেম সোলাইমানীর শোকসভায় জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। এ হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। খবর রয়টার্সের।

টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বার্তায় আইএস জানায়, বুধবার (৩ জানুয়ারি) ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কারমান শহরে কাসেম সোলাইমানীর কবরের পাশে সমবেত মানুষের ভীড়ে দুইজন আইএস যোদ্ধা তাদের কোমরে লাগানো বিস্ফোরক ভর্তি বেল্ট ফাটিয়ে বিস্ফোরনটি ঘটিয়েছে।

এর আগে ইরান সরকার হামলার জন্য সন্ত্রাসীদেরকে দায়ী করে এবং প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। জোড়া হামলার এ ঘটনায় নারী ও শিশুসহ ২৮৪ জন আহত হয়েছেন।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার সাংবাদিকদেরকে জানান, বুধবারের হামলার সমুচিত জবাব দেয়া হবে। কাসেম সোলাইমানীর যোদ্ধারা উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করবেন।

হামলার পরে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছিলো বিস্ফোরন দুটি দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী ঘটিয়েছিল।

এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানে হামলার প্রতি নিন্দা জানিয়েছে এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে অগণিত মানুষকে দেশটির বিভিন্ন শহরে সমবেত হয়ে ‘ইসরায়েলের মৃত্যু’ এবং ‘আমেরিকার মৃত্যু’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

ইরান সরকার শুক্রবার (৫ জানুয়ারি) দেশজুড়ে গণ প্রতিবাদের ডাক দিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড কোর হামলার ঘটনাকে দেশটির নিরাপত্তা বিঘ্নিত করার এবং ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি নাগরিকদের গভীর ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেছে।  

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি বুধবারের হামলায় ঘটনায় নিন্দা জানিয়েছেন। পাশাপাশি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামিনি হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন।

news24bd.tv/ab