শীতেও কমছে না সবজির বাজারের আগুন

সংগৃহীত ছবি

শীতেও কমছে না সবজির বাজারের আগুন

অনলাইন ডেস্ক

মৌসুমের শুরু থেকেই হিম বাতাস আর কনকনে ঠান্ডায় দাপট দেখাচ্ছে শীত। কিন্তু তাতে ভরা মৌসুমেও কমছে না সবজি বাজারের উত্তাপ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের শাকসবজির দাম।  

দেশের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত উৎপাদন এবং মজুত থাকার পরেও সবজির এমন দামের কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা।

মাছ, মাংস, ডিম আগেই নাগালের বাইরে। এতে নিম্ন আয়ের জনগোষ্ঠীর সবজিতেও স্বস্তি মিলছে না।

আরও পড়ুনবান্ধবীকে নিয়ে বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে বিপদে, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ও সবজির আড়ত ঘুরে দেখা গেছে শাকসবজির ঊর্ধ্বমুখী দামের চিত্র। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় বাজারগুলোতে কাঁচামরিচের কেজি পৌঁছেছে ১৫০ থেকে ২২০ টাকায়।

৪৫ টাকা কেজি বেগুন, ৫০ টাকা করলা আর ৩০ টাকা কেজির আলুর দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এ ছাড়া ৭০ টাকা কেজির টমেটো ৮০ টাকা, ৫৫ টাকার শিম ৭০ থেকে ৭৫ টাকা, ৪০ টাকার পটোল ৫৫ থেকে ৬০ টাকা, ২০ টাকা কেজির শসা ৩০ থেকে ৪০ টাকা, ৩৫ টাকার বরবটি ৬০ থেকে ৭০ টাকা, ফুলকপি ৪০ টাকা থেকে প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা আর ৩৫ টাকা কেজির বাঁধাকপি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

 বিভিন্ন বাজারে পণ্য ভেদে গড়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা করে বেড়েছে সব ধরনের সবজির দাম।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক