যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

ঘটনাস্থলে পুলিশের গাড়ি

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

অনলাইন ডেস্ক

গত বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি)  সকাল সাড়ে সাতটার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় এক শিক্ষার্থী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সূত্র : রয়টার্স
সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর।

তার নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হামলার পর নিজেই আত্মহত্যা করেছে।
সে ডিপ্রেসনে ভুগছিল।  

পুলিশ জানায়,  স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিল বৃহস্পতিবার। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে।  

অপরাধ তদন্ত বিভাগের সহকারি পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। তবে কী কারণে সে হামলা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
news24bd.tv/ডিডি