যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা

যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা

অনলাইন ডেস্ক

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ শেষ হলে গাজা পরবর্তীতে কীভাবে শাসন করা হবে তার একটি পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

গ্যালান্টের বরাতে বিবিসি জানায়, গাজায় ফিলিস্তিনি শাসন থাকবে সীমিত। হামাস আর গাজার নিয়ন্ত্রণে থাকবে না। এই অঞ্চল ইসরায়েলের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণে থাকবে।

গ্যালান্ট জানান, এখনও যুদ্ধ চলমান। এই পরিকল্পনা যুদ্ধ পরবর্তী গাজার জন্য প্রযোজ্য। গাজায় পরবর্তী ধাপের যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরও সুনির্দিষ্ট পদ্ধতিতে এগিয়ে যাবে।

সেখানে অভিযান চালানোর পাশাপাশি সুড়ঙ্গ ধ্বংস করা এবং বিমান ও স্থল হামলা চালানো হবে।

তার ভাষায়, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের নেতাদের খোঁজ পেতে এবং জিম্মিদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখবে। আইডিএফ বলেছে, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের গাজা শহর ও খান ইউনিস শহরে হামলা চালিয়েছে তারা। এতে তারা সন্ত্রাসী অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে এবং কথিত জঙ্গিদের হত্যা করেছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উপত্যকা জুড়ে গত ২৪ ঘণ্টায় ১২৫ জন নিহত হয়েছে। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নয় জন শিশুসহ ১৪ জন নিহত হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক