ইসির সঙ্গে বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিরা

ইসির সঙ্গে বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল। শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অন্যদিকে ১০ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরিয়েট ব্রুস গোল্ডিং।

এদিন সকালে রাজধানীর একটি হোটেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে প্রাতরাশ বৈঠকে বসে দলটি। এতে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ১০ সদস্যের প্রতিনিধিরা।

news24bd.tv/FA