সাংবাদিকদের আচরণবিধি মানতে বললেন রংপুরের ডিআইজি

পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন।

সাংবাদিকদের আচরণবিধি মানতে বললেন রংপুরের ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

ভোট প্রতিহতকারীদের ঠেকাতে পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে জানালেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন। কেউ ভোটারদের বাঁধা দিতে পারবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন আবদুল বাতেন। এসময় তিনি বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা বেশি দেখা যাচ্ছে।

তবে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর।

সাংবাদিকদের উদ্দেশে ডিআইজি বলেন, আপনারা আচরণবিধি সম্পর্কে অবগত আছেন। সেখানে স্পষ্ট বলা আছে সেগুলো মেনে চলবেন। ভোটক্যাম্পে কাজ করার সময় আপনারা কার্যক্রম শুরুর আগে প্রিজাইডিং অফিসারকে অবগত করবেন।

এখানে অনুমতি নেয়ার কথা বলা হয়নি।

তিনি বলেন, রংপুরে ৩১৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচনে মাঠে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কমপক্ষে তিনজন করে পুলিশ সদস্য থাকবে। সেইসাথে ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। যেখানে অস্ত্রসহ থাকবেন ৪ জন। তবে কী পরিমাণ সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন সেটা স্পষ্ট বলা যাচ্ছে না।

news24bd.tv/FA