ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করেন। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনি জানান, পাকিস্তান ইউ-ক্যাব ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয়। তিনি আরও দাবি করেন, শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টিরও বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে আত্মরক্ষা করেছে। তিনি বলেন, উধমপুর,...
পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ভারত
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্কিত মানুষ, ছাড়ছেন ঘর
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের ফলে নিয়ন্ত্রণরেখার (LoC) দুই পাশের সীমান্তবর্তী গ্রাম ও শহরে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। গোলাবর্ষণের ভয়াবহতায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। অনেক এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়েছে, ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। বিবিসির বরাত দিয়ে জানা গেছে, সীমান্তের ভারতীয় অংশের কাশ্মীরের উরি, কুপওয়ারা এবং পুঞ্চ জেলাগুলোতে গোলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুপওয়ারার ক্রালপোরা গ্রামের বাসিন্দা তনভির আহমেদ বলেন, জীবনে এই প্রথম আমাদের গ্রামে গোলা এসে পড়ল। শুক্রবার ভোর ৫টা নাগাদ তার বাড়িতে একটি গোলা এসে পড়ে। এতে তার একটি ট্রাক ও মাটি কাটার যন্ত্র ধ্বংস হয়। পরিবারটি হামলার ঠিক আগে মাত্র ৫০০ মিটার দূরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরে গিয়েছিল। ওই গ্রামে বেসামরিকদের জন্য কোনো বাংকার নেই। উরির বাসিন্দা নিসার হুসেইন...
সুপারসনিক ব্রহ্মসে জড়িত রাশিয়াও, পাকিস্তান কি ধ্বংস করতে পেরেছে?
অনলাইন ডেস্ক

অপারেশন বুনইয়ান-উন-মারসুস নামে চালানো বিশেষ অভিযানে পাকিস্তান কি ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে? এমন প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, পাকিস্তান ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুতাগার হামলা চালিয়েছে। আজ শনিবার (১০ মে) রাতে হামলাটি চালায় ইসলামাবাদ। তবে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিষয়টি এখনো অস্পষ্ট। ভারতের এই অস্ত্রের সঙ্গে জড়িত রাশিয়া। সংশ্লিষ্ট সূত্রের খবর, ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। ছোড়া যায় যুদ্ধবিমান থেকেও। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৮০০ কিলোমিটার বা ৪৯৭ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেপণাস্ত্রের...
‘বিজয় পাকিস্তানেরই হবে’
অনলাইন ডেস্ক

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারতের সঙ্গে লড়াইয়ে বিজয় পাকিস্তানেরই হবে। শনিবার (১০ মে) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইসহাক দার বলেন, ভারতের ধারাবাহিক আগ্রাসনের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান-উন-মারসুস চালু করেছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং বর্তমান পরিস্থিতিতে দেশটি কোনো ঝুঁকি নিতে পারে না। আমরা সম্পূর্ণ আত্মরক্ষামূলক উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের ভূমিকা সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের দায়িত্ব ভারতের এই মারাত্মক ভুলের গুরুত্ব তাকে বোঝানো। উপপ্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে গত ৪৮ ঘণ্টায় মিথ্যা প্রচার চালানো এবং গোপনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ করেন। তিনি বলেন, ভারত একের পর এক মিথ্যা বলেছে এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর