অবৈধভাবে ভর্তির অভিযোগে ভিকারুননিসার শিক্ষককে সাময়িক বরখাস্ত

ফাইল ছবি

অবৈধভাবে ভর্তির অভিযোগে ভিকারুননিসার শিক্ষককে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল দিবা (বাংলা ভার্সন) শাখা প্রধান মো. শাহআলম খানকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করেছেন। প্রাথমিকভাবে এ অভিযোগ প্রমাণিত হয়েছে।  
এ অভিযোগ প্রমাণিত হওয়ায় একইসঙ্গে কেন অভিযুক্ত শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে ৭ কর্মদিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।
নোটিশে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অথচ প্রথম শ্রেণিতে কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তিতে এই নির্দেশনা অনুসরণ না করে অনিয়মতান্ত্রিক উপায়ে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এমন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং ভর্তি কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে।
নোটিশে আরো বলা হয়, গভর্নিং বডির সভাপতির মৌখিক নির্দেশক্রমে বিধি মোতাবেক শাখা প্রধান শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

news24bd.tv/ডিডি