দক্ষিণ কোরিয়ার সীমান্ত দ্বীপে মুহুর্মুহু গোলাবর্ষণ উত্তর কোরিয়ার

দুই কোরিয়ার মাঝে চলমান রয়েছে সামরিক উত্তেজনা

দক্ষিণ কোরিয়ার সীমান্ত দ্বীপে মুহুর্মুহু গোলাবর্ষণ উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার ইয়ংপিয়ং দ্বীপে ২০০ রাউন্ডেরও বেশি গোলাবর্ষণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সিউলের সামরিক সংস্থা জানিয়েছে, পশ্চিম তীরবর্তী উপকূলের ইয়ংপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার এই হামলা উস্কানিমূলক। চলমান পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য এমন প্রয়াস করছে পিয়ংইয়ং।

এদিকে দক্ষিণ কোরিয়া নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী দ্বীপ থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। এর আগে ২০১০ সালে উত্তর কোরিয়া ইয়ংপিয়ং দ্বীপে গোলাবর্ষণ করে। ওই হামলায় প্রায় ৪ জন মানুষ মারা যান।

সিউল থেকে জানানো হয়েছে, এই হামলায় আমাদের কোনো নাগরিক মারা যাননি, কিন্তু অঞ্চলটির মানুষের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।


উল্লেখ্য, কিছুদিন ধরেই পিয়ংইয়ং সিউলকে সতর্ক করে আসছিল। নিজেদের বিশেষ এক সামরিক শক্তিমত্তা তুলে ধরতে হামলা চালানো হবে বলেও পিয়ংইয়ং থেকে জানানো হয়।

news24bd.tv/SC