আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী আদানি

গৌতম আদানি ও মুকেশ আম্বানি

আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী আদানি

অনলাইন ডেস্ক

গত বছরের শুরুর দিকে এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারালেও এ বছরের শুরুতেই সেই মুকুট ফিরে পেলেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় এবং এশিয়ার শীর্ষস্থান ধরে রাখা আরেক ধনকুবের, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টক্কর দিয়ে পুনরায় এশিয়ার শীর্ষ ধনীর স্থান বজায় রাখলেন আদানি।

মাত্র এক দিনেই ৭.৭ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলারে। এ সময় মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

২০২৩ সাল ছিল ভারতের এই দুই ধনকুবেরের জন্যই এক লড়াইয়ের বছর। লড়াইটি ছিলো কে শীর্ষ ধনীর মুকুট ধরে রাখবে। সে বছরের ফেব্রুয়ারি মাসেই আদানিকে স্থানচ্যুত করে শীর্ষস্থান দখল করেন আম্বানি।

উল্লেখ্য, ২০২৩ সালের শুরুর দিকে গবেষণা প্রতিষ্ঠান হিডেনবার্গের এক প্রতিবেদন আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠে আদানি ও তার কোম্পানির বিরুদ্ধে। প্রতিবেদন প্রকাশের পর থেকে এই প্রতিষ্ঠানটি ৮ বিলিয়ন ডলারেরও বেশি খুইয়েছিল। এতে মোট সম্পদের পরিমাণ কমে যায় তার।

news24bd.tv/SC