নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে গাজীর টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে নাম নিবন্ধন করলেই পাওয়া যাবে ১ হাজার টাকা। শর্ত একটাই ভোট দিতে হবে নৌকা মার্কায়। এমন ঘটনা ঘটছে নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনে। ভোটারদের কিনতে এমন উপায় বের করেছেন নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সমর্থকরা।

টাকা দেয়ার এমন কয়েকটি ভিডিও এসেছে নিউজ ২৪ এর হাতে। ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সহকারী রিটানিং কর্মকর্তা।

ভিডিওতে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ-১ আসনের রূপগঞ্জের নৌকার সমর্থনে যুবলীগের নেতাকর্মীরা কিভাবে টাকা বিতরণ করছে ভোটারদের। আর টাকা নেয়ার নিয়ম হচ্ছে প্রতি ভোটারকে নিয়ে আসতে হবে ভোটার আইডি কার্ড।

নাম্বার নিবন্ধন করলেই পাওয়া যাবে এক হাজার টাকা। শর্ত একটাই নৌকায় ভোট দিতে হবে দেখিয়ে। আর সেই টাকা নিতে এমন দীর্ঘ লাইন।

এই বিষয়ে স্থানীয়রা বলছে, স্বতন্ত্র প্রার্থী, কেটলি মার্কার শাহজাহান ভূঁইয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে নৌকার লোকজন এখন টাকা দিয়ে ভোটার কেনার পথ ধরেছে।

প্রচারণার প্রথম থেকেই নানা অভিযোগ ছিলো নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। হামলা, হুমকি, ভোটারদের টাকা দেয়ার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। এবার সেই টাকা দেয়ার ভিডিও ফুটেজ আসলো নিউজ২৪ এর হাতে।  

এ অভিযোগের বিষয়ে রুপগঞ্জের সহকারী রিটানিং কর্মকর্তা ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান।

তফসিল ঘোষণা পর থেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আসছে গোলাম দস্তগীর গাজী। কিন্তু তেমন কোন ব্যবস্থা নেয়নি ইসি। সাধারণ ভোটারদের প্রশ্ন এমন প্রমাণ থাকার পরও কি কোন ব্যবস্থা নেয়া হবে না?

news24bd.tv/aa