যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে নিষিদ্ধ করতে যাচ্ছে ইরাক

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে নিষিদ্ধ করতে যাচ্ছে ইরাক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য কমিটি গঠন করতে যাচ্ছে ইরাকের সরকার। শুক্রবার (৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির কার্যালয় এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

ঘোষণাটি এমন সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় বাগদাদে একজন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

এ ঘটনার পর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক সরকারকে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী তুলেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইরাকে আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনীর কার্যক্রম সম্পূর্ন নিষিদ্ধ করার জন্য একটি দ্বিপাক্ষীয় কমিটি গঠন করা হবে এবং এ জন্য একটি তারিখ নির্ধারণ করা হচ্ছে।

সরকারের একজন কর্মকর্তা জানান, কমিটিতে ইরাকের সামরিক বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে পেন্টাগন মার্কিন সেনাদের ওপরে হামলার পরিপ্রেক্ষিতে বাগদাদে পাল্টা হামলা চালানোর কথা স্বীকার করে।

ইসলামিক স্টেটের উত্থান রোধ করার জন্য সিরিয়া এবং ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৯০০ এবং ২ হাজার ৫০০ জন সৈন্য মোতায়েন রয়েছে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপরে সুদানির খুব বেশি নিয়ন্ত্রণ নেই। এদের সমর্থন পেয়েই সুদানি গত বছর ক্ষমতায় এসেছেন এবং এসকল সশস্ত্র গোষ্ঠী এখন তার জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশ।  

এক বিবৃতিতে সুদানি জানান, আমরা মনে করিন ইরাকে আন্তর্জাতিক বাহিনীর প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে। তাই আমরা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে যাচ্ছি।

বৃহস্পতিবার ইসলামিক স্টেট কাসেম সোলাইমানির শোকসভায় হামলা চালিয়ে ১০০ জনকে হত্যা করার দায় স্বীকার করেছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক