নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার সমর্থকদের অর্থদণ্ড

প্রতীকী ছবি

নোয়াখালী-২ আসন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার সমর্থকদের অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অপরাধে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌরবাজারে এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, সেনবাগ পৌরবাজারে নির্বাচনী বিধিনিষেধ অমান্য করে নৌকার প্রার্থী মোরশেদ আলমের সমর্থক আবু শোয়েবের নেতৃত্বে লিফলেট বিতরণের অভিযোগ শুনে অভিযান চালানো হয়। এসময় নৌকার লিফলেট বিতরণকালে রবিউল আলম (২৭) ও আব্দুল্লাহ ইবনে কাউসারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম জানান, কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রার্থীর লিফলেট বিতরণ ও প্রচারণামূলক টি-শার্ট পরে ঘুরে বেড়ানোর মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়। তাদের দুজনই নির্বাচন বিধিমালা ২০০৮ এর ১০ ধারা লঙ্ঘন করায় ১৮ ধারা মোতাবেক জরিমানা এবং সতর্ক করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab