বেনাপোল এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

বেনাপোল এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  রাত ১০টা ২০ মিনিটের সময় ট্রেনটির আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার গোপীবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অনেকে। আহতদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে কয়েকজনকে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়।

 পরে আরও ইউনিট স্পটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক