রাজবাড়ীতে গ্রাম পুলিশসহ দু'জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে গ্রাম পুলিশসহ দু'জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রের পাশের জঙ্গল থেকে থেকে ভোটকেন্দ্র পাহারার দায়িত্বে থাকা এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে গ্রাম পুলিশ রঞ্জিত কুমার দে'র মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রঞ্জিত কুমার বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে মহল্লাদার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি চর দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র আড়কান্দি প্রাথমিক বিদ্যালয় পাহারা দেওয়ার জন্য আসেন।

ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন তার সাথে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় গ্রাম পুলিশ রঞ্জিত প্রস্রাব করার জন্য স্কুলের পেছনে বাগানে যান। প্রায় আধাঘণ্টা পার হয়ে গেলেও তিনি ফিরে না আসায় নৈশপ্রহরী ইউসুফ রঞ্জিতকে ডাকাডাকি করতে থাকেন।  

রঞ্জিত সারা না দেওয়ায় ইউসুফ বিষয়টি স্কুলের শিক্ষক ও স্থানীয় কিরম মেম্বারকে ফোনে জানান।

ভোর আনুমানিক ৫ টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানে গ্রাম পুলিশ রঞ্জিতের লাশ পাওয়া যায়।

অজ্ঞাত দুর্বৃত্তরা রঞ্জিতের গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধে করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

অপরদিকে, রাজবাড়ী সদরের মজলিশপুর গ্রামে মসজিদের বাড়ান্দা থেকে আলামিন মোল্লা নামে এক মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

news24bd.tv/কেআই