কতদিন থাকবে শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস

কতদিন থাকবে শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

হিমালয় কন্যা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জনপদে জেঁকে বসেছে কনকনে শীত। গত তিন দিন ধরে এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে মাসজুড়ে আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন ভোর ৬টায় ১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি।

আরও পড়ুন: শীতের মধ্যেই বৃষ্টির খবর দিল আবহাওয়া অধিদপ্তর

স্থানীয়রা বলছে, নতুন বছরের শুরু থেকে কুয়াশার পরিমাণ কমলেও শীতের তীব্রতা বেড়েছে।

এতে গুরুত্বপূর্ণ হাট বাজারসহ রাস্তার মোড়গুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে। অপরদিকে শীতের কারণে জেলা আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। তবে শীতের তীব্রতা জানুয়ারি মাসজুড়ে থাকার পাশাপাশি ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে।

news24bd.tv/কেআই