সারাদেশে ৩২ ট্রেনের যাত্রা বাতিল করল রেলওয়ে

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সারাদেশে ৩২ ট্রেনের চলাচল বাতিল। ফাইল ছবি

সারাদেশে ৩২ ট্রেনের যাত্রা বাতিল করল রেলওয়ে

অনলাইন ডেস্ক

সারাদেশে চলাচল করা যাত্রীবাহী লোকাল মেইল ও কমিউটারসহ ৩২টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান এ তথ্য জানান।

রেলের মহাপরিচালক বলেন, আগামী ৬ ও ৭ জানুয়ারি পর্যন্ত পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ৩২টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ৮ জানুয়ারি পর্যন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা বাতিল হয়েছে।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৪ জন নিহত হয়।

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এর আগেও ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। গত ২২ ডিসেম্বর ৫ জোড়া ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তখন বলা হয়েছিল, রাত্রিকালীন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করায় এসব ট্রেন বন্ধ করা হয়েছে।

বন্ধ করা ট্রেনগুলো ছিল—ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূঞাপুর, জামালপুর থেকে সরিষাবাড়ী, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে রহনপুরগামী লোকাল ট্রেন। এসব ট্রেন এখনো চালু হয়নি।

news24bd.tv/DHL