চলে গেলেন ব্রাজিল কিংবদন্তি মারিও জাগালো 

ব্রাজিল কিংবদন্তি মারিও জাগালো

চলে গেলেন ব্রাজিল কিংবদন্তি মারিও জাগালো 

অনলাইন ডেস্ক

ব্রাজিল ফুটবলের প্রবাদপুরুষ মারিও জাগালো আর নেই। ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবারে ইহলোকের মায়া কাটান তিনি। তার ব্যবহার করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

ফুটবল ইতিহাসে তিনিই প্রথম যিনি খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের অমর কীর্তি গড়েন। ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল, সেই দলের সদস্য ছিলেন তিনি। চারবছর পর বিশ্বকাপ ধরে রাখা ব্রাজিল দলেও ছিলেন তিনি। এরপর ১৯৭০ সালে ইতিহাস গড়েন তিনি।

কোচ হিসেবে ব্রাজিলকে এনে দেন তৃতীয় বিশ্বকাপ ট্রফি।

১৯৭০ সালে ব্রাজিলের সেই দলকে তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসের সেরা দল ধরা হয়। তার অধীনে সেবার পেলে জেতেন প্রথম ফুটবলার হিসেবে তৃতীয় বিশ্বকাপ।

এরপর আরও একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পান জাগালো। ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সহকারী কোচ ছিলেন তিনি।

গত বছরের আগস্টে মূত্রনালির ইনফেকশনের কারণে রিও ডি জানেইরোর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেও হুইলচেয়ার ছিল তার সঙ্গী।

মারিও জাগালোর জন্ম ১৯৩১ সালের ৯ আগস্ট, আতালাইয়ায়। ১৯৫০ বিশ্বকাপে মারাকানা ট্রাজেডির সাক্ষীও তিনি। সেই দলের সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। এরপর সেই খেদ তিনি মেটান ৫৮ বিশ্বকাপ জিতে। লেফট উইঙ্গার হিসেবে সে সময় বেশ নামকড়া ফুটবলার ছিলেন তিনি।

news24bd.tv/SHS

সম্পর্কিত খবর