বাগেরহাটে দুর্গম কেন্দ্রেগুলোতে আগের দিনই পাঠানো হলো ব্যালট পেপার

বাগেরহাটে দূর্গম কেন্দ্রেগুলোতে আগের দিনই ব্যালট পেপার পাঠানো হয়েছে। ছবি: নিউজ২৪

বাগেরহাটে দুর্গম কেন্দ্রেগুলোতে আগের দিনই পাঠানো হলো ব্যালট পেপার

বাগেরহাট প্রতিনিধি

উপকূলীয় জেলা বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের ১২৬টি দূর্গম ভোট কেন্দ্রে নির্বাচনের একদিন আগে পৌঁছে দেয়া হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে এসব দূর্গম কেন্দ্রে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শেষ করে। জেলার ৪টি সংসদীয় আসনের ৪৮৮ ভোট কেন্দ্রের মধ্যে অপর ৩৬০টি কেন্দ্রের ব্যালট পেপার ভোটের দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

বাগেরহাট জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, বাগেরহাট জেলায় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন নাশকতার ঘটনা ঘটেনি।

এবারের নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে ৪৮৮টি ভোট কেন্দ্রের ২ হাজার ৭৯৬টি ভোট কক্ষ রয়েছে। জেলায় ১২ লাখ ৮১ হাজার ১৩৪ জন ভোটার ২৬জন প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

news24bd.tv/DHL