সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে প্রেরণ
সিলেট প্রতিনিধি :
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের আদালতে হাজির করা হলে আদালত তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।
এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুহিবুর রহমান মানিককে সুনামগঞ্জ সদর মডেল থানা হাজত থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মুহিবুর রহমানের আইনজীবী আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, আদালতে তোলার পর মুহিবুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় জামিন শুনানি আগামী সোমবার (১৫ অক্টোবর) ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন...
সিলেট থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, শীতের পূর্বাভাস
সিলেট প্রতিনিধি :
টানা কয়েক দিন বৃষ্টির পর সিলেট থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। আগামী ১৩ অথবা ১৪ অক্টোবরের দিকে বিদায় নিতে পাওে মৌসুমি বায়ু। এরপরই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কমার। তার আগ পর্যন্ত সারা দেশজুড়েই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।
এদিকে সিলেট বিভাগ জুড়ে প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে দেখা যাচ্ছে, বাতাসে মৃদু শৈত্য প্রবাহেও অনুভব করা যায়।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তুৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
একই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও...
মাদারীপুরের কালকিনিতে একটি ডোবা থেকে মো. হান্নান কবিরাজ (৫৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ভ্যান চালক ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার দক্ষিণ ধুয়াসার গ্রামের আজিজ কবিরাজের ছেলে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি পৌর এলাকার কুন্ডুবাড়ি নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় ডোবার মধ্যে হান্নান কবিরাজের মরদেহ ভাসমান অবস্থায় দেখে থানা-পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মাতুব্বর জানান, আমাদের ধারণা গভীর রাতে হান্নান মহাসড়কে ভ্যান চালানোর সময় অন্য কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে ভ্যানসহ ডোবায় ফেলে দেয়। এতে করে তার মৃত্যু হতে পারে।
কালকিনি থানার ওসি...
মাদকের বিরুদ্ধে সোচ্চার ইমামকে কুপিয়ে পালাচ্ছিল যুবক, গণপিটুনিতে মৃত্যু
অনলাইন ডেস্ক
মসজিদের ইমামসহ দুজনকে কুপিয়ে পালানোর সময় যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মিজানুর রহমান মিজু (৩০)। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আহত একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও তার সঙ্গে থাকা হারুনুর রশিদকে ছুরিকাঘাত করেন মিজু।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।...