সাইবার হামলার বিষয়ে সতর্ক করলো কমিশন

সাইবার হামলার বিষয়ে সতর্ক করলো কমিশন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন সাইবার হামলার বিষয়ে সব কর্মকর্তাকে সতর্কবার্তা পাঠালো নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে সাংবিধানিক এ সংস্থা ডিভাইস ব্যবহারের নির্দেশনা দিয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) ইসির সব কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠান ইসির উপাত্ত ব্যবস্থাপনা শাখার মামুনুর হোসেন সিস্টেম এনালিস্ট।

নির্দেশনায় বলা হয়, ‘বিজিডি ই-গভর্নমেন্ট সিআইআরটির প্রকাশিত সাইবার থ্রেট অ্যালার্ট ‘বাংলাদেশকে লক্ষ্য করে চলমান ফিশিং ক্যাম্পেইন’ প্রতিবেদন মোতাবেক ফিশিং আক্রমণ হতে নির্বাচন কমিশনের সব এন্ডপয়েন্ট ডিভাইস ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ব্যক্তিগত পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।