সকালে বেশি আসছেন নারী ভোটাররা

বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে নারী ভোটারের আধিক্য। ছবি: সংগৃহীত

সকালে বেশি আসছেন নারী ভোটাররা

অনলাইন ডেস্ক

সকালে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। ঢাকা-৭ আসনের লালবাগ থানার নবাবগঞ্জ, চৌধুরী বাজার, শেখ সাহেব বাজার এলাকার কেন্দ্রগুলো ঘুরে এমন দৃশ্য দেখা যায়। শীতের সকালে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন তারা।  

এক নারী ভোটার জানান, ঘরের কাজের জন্য শুরুতেই ভোট দিতে এসেছেন।

পরে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এই আসনের দুইটি কেন্দ্র রয়েছে জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে। একটি নারী কেন্দ্র। অন্যটি পুরুষ।

এখানে নারী ভোটার ২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৩ হাজার ১৭৫ জন। এই কেন্দ্র ঘুরেও সকাল ৯টা পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।  
নারী কেন্দ্রে প্রিজার্ডিং কর্মকর্তা মো. ইমরান হোসেন সজীব কালের কণ্ঠকে বলেন, সকাল একেবারে শুরুতে ভোটার কিছুটা কম ছিল।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে। এখনো পর্যন্ত কেন্দ্রে নারী ভোটার বেশি আসছে। এই কেন্দ্রে ভোট দেওয়া শেষে শ্যামলী দাস বলেন, ‘ভোট দেওয়া আনন্দের। আমি দেশের মানুষ। পায়ে ব্যাথা নিয়ে তিন তলা উঠে ভোট দিয়েছি। সকালেই ভোট দিয়ে দিলাম। ’

news24bd.tv/DHL