নৌকার তিন সমর্থককে কারাদণ্ড

সংগৃহীত ছবি

নৌকার তিন সমর্থককে কারাদণ্ড

অনলাইন ডেস্ক

মেহেরপুর-১ আসনের (মেহেরপুর সদর) কলাইডাঙ্গা ভোটকেন্দ্রে ভোটারদের বাধাদান ও মারধরের অভিযোগে নৌকার তিনজন সমর্থককে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দণ্ডাদেশ দেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাচনের ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার বুলবুলি খাতুন। এ সময় নৌকা প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেয় এবং মারধর করেন।

আরও পড়ুন: মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

এ ঘটনার সময় কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরুল ইসলাম (৬০), নিয়ামত আলী (৫২) ও ইউনুস আলী নামের তিন নৌকা সমর্থককে আটক করেন।  

পরে বুলবুলি মেম্বারকে ভোট প্রদানে বাধা প্রদানের দায়ে আটক তিনজনকে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিত তিনজনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক