দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ: ইসি সচিব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব জাহাংগীর আলম (ফাইল ছবি)

দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ: ইসি সচিব

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে  তিনি এ তথ্য জানান।

জাহাংগীর আলম বলেন, সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮টি বিভাগে মোট ভোট পড়েছে গড়ে ১৮ দশকি ৫০ শতাংশ।

এর মধ্যে ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে ২০, সিলেটে ১৮, বরিশালে ২২, খুলনায় ২১, রাজশাহীতে ১৭ ও ময়মনসিংহ বিভাগে ২০ শতাংশ ভোট পড়েছে।

তিন কেন্দ্রের ভোট স্থগিত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নরসিংদীতে একটি ও নারায়ণগঞ্জে দুটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। এই তিন কেন্দ্রে আজকে আর ভোট হবে না। এ ছাড়া আরও ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

কয়েক ঘণ্টা পর সেগুলো আবার চালু করা হয়েছে। ফরিদপুরে দুটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছিল, এখন আবার সচল হয়েছে।

news24bd.tv/আইএএম