ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ভোট গণনা (ফাইল ছবি)

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

অনলাইন ডেস্ক

বড় ধরনের অপ্রীতিকর ও সহিংসতার ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। এর আগে ভোট শুরু হয়  সকাল ৮টায়।  

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন ‍দুপুর ৩টা পর্যন্ত ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে।

সাত কেন্দ্রে ভোট বাতিল হয়েছে। আজ দুজন প্রিসাইডিং অফিসার মারা গেছেন। একজন প্রিসাইডিং অফিসারসহ ১৫ জন জাল ভোটের কারণে শাস্তি পেয়েছেন। এখন পর্যন্ত ৭ জন প্রার্থী ভোট বর্জন করেছেন বলে খবর পাওয়া গেছে।
 

এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ৩০০ আসনের মধ্যে রোববার ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ করবে ইসি। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ২ লাখ ৬১ হাজার ৯১২টি ভোট কক্ষে ভোট হয়েছে। এবার সব আসনেই সনাতন পদ্ধতিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে।

এবার নির্বাচনী লড়াই করেছেন ১৯৭০ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন দেশের ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, বাকি ৪৩৬ জন স্বতন্ত্র। এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। এ ছাড়া জাতীয় পাটির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন জন।
news24bd.tv/আইএএম