শরীয়তপুর পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় শহীদ সাজ্জাদ হোসেন সজলসহ ৬ জনকে হত্যা শেষে লাশ পুড়িয়ে দেয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। তিনি সেই মামলার ২৭ নম্বর আসামী। গত ৬ দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। এমনকি তার ব্যবহৃত মুঠোফোন এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বারটিও বন্ধ রয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে নির্বিচারে গুলিতে নিহত হয় সাজ্জাদ হোসেন সজল, আবদুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ সুজয়, আস-সাবুর এবং বায়েজিদ। পরে পুলিশ ভ্যানেই নিহতদের লাশ পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
শহীদ সাজ্জাদসহ ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়া সেই ওসি আত্মগোপনে!
শরীয়তপুর প্রতিনিধি

রাজশাহী জেলা পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত ১২টার দিকে দূর্গাপুর থানার পালি বাজার এলাকায় অভিজান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া শরীফ আলী (২৫) পুঠিয়া থানার হেকমত আলীর পুত্র। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার দুর্গাপুর বাজার বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। news24bd.tv/TR
ঘুমন্ত সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর থানায় বাবা
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক বাবা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৫) গাজীপুর জেলার শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, ৫ থেকে ৭বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়াতে পাঠানো হয়। বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে...
নোয়াখালীতে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদরে বিস্ফোরক মামলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার (ওসি) মো.কামরুল ইসলাম। ওসি বলেন, গতকাল রাত ৯টার দিকে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে আটক করে একই দিন রাতে লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হমালার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও ইন্ধনে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর