জামানতসহ হারলেন হিরো আলম

বগুড়া-৪ আসনের প্রার্থী হিরো আলম।

জামানতসহ হারলেন হিরো আলম

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে মাত্র ২ হাজার ১৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন হিরো আলম, হারিয়েছেন জামানতও।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, বগুড়া-৪ আসনে নৌকা প্রার্থী রেজাউল করিম তানসেন এবং স্বতন্ত্র (ঈগল) জিয়াউল হক মোল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

হিরো আলম বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট পেয়েছেন মাত্র ২ হাজার ১৭৫ ভোট।

নৌকা প্রতীকে তানসেন পেয়েছেন ৪২ হাজার ৭৮৭ ভোট। বিপরীতে ঈগল প্রতীকে জিয়া পেয়ছেন ৪০ হাজার ৬১৮ ভোট।

হার স্বীকার করে নিয়েছেন হিরো আলম। তিনি বলেন, ভোটের মাঠে নামতে তার দেরি হয়েছিল।

এতে জনসংযোগ কম হয়েছে। তাই ভোটও কম পেয়েছেন বলে জানান তিনি।

হিরো আলমের জামানত হারানো প্রসঙ্গে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান জানান, মোট প্রদত্ত ভোটের আটের এক শতাংশ ভোট না পেলে যে কোনো প্রার্থীর জামানত বাতিল হয়ে থাকে।

news24bd.tv/তৌহিদ