খরা কাটিয়ে নতুন কোচ পাচ্ছে ব্রাজিল!

ব্রাজিলের কোচ হওয়ার পথে দরিভাল জুনিয়র

খরা কাটিয়ে নতুন কোচ পাচ্ছে ব্রাজিল!

অনলাইন ডেস্ক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ হচ্ছেন দরিভাল জুনিয়র।  ব্রাজিল ফুটবল ফেডারেশন সাও পাওলোতে কাজ করা এই কোচকে নিয়োগ দিতে সম্মতি জানিয়েছেন। ব্রাজিলের শীর্ষ গণমাধ্যম ওগ্লোবো এই খবর দিয়েছে।

যদিও দুই একদিনের মধ্যেই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে তারা।

একে তো ফিফা র‍্যাংকিংয়ের অবনতি অন্যদিকে স্থায়ী কোচের অভাবে রীতিমতো খরা দেখা দিয়েছিল ব্রাজিলের ফুটবল শিবিরে। র‍্যাংকিংয়ের পাঁচ নাম্বারে নেমে যাওয়া এবং ইতিহাসে প্রথমবার টানা চার ম্যাচ জিততে না পারার আক্ষেপ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল।

ব্রাজিল ফুটবল ফেডারেশন সাও পাওলোতে কাজ করা এই কোচকে নিয়োগ দিতে সম্মতি জানিয়েছেন। ব্রাজিলের শীর্ষ গণমাধ্যম ওগ্লোবো এই খবর দিয়েছে।

যদিও দুই একদিনের মধ্যেই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে তারা।

কাতার বিশ্বকাপের পর প্রায় ১৩ মাস ব্রাজিল স্থায়ী কোচবিহীন কাটিয়েছে। যদিও অস্থায়ী কোচের দায়িত্ব পালন করেছিলেন ফার্নান্দো দিনিজ।

ব্রাজিল ফুটবলের শীর্ষ ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে দরিভালের। সাও পাওলো ছাড়াও সান্তোস, ফ্লামেঙ্গো, ফ্লোমিনেন্সের মতো ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন ৬১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

news24bd.tv/SC