পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের খান বাড়ি স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করে পালিয়েছে জামাতা মো. বাদল খান (৪৫)। সোমবার (৫ মে) রাত ১১টার দিকে দুজনকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহতরা হলেন- চম্পা বেগম (৩২) ও তার মা বিলকিস বেগম (৫০)। মো. বাদল খান ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। অভিযুক্ত বাদল খান পেশায় একজন চা বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল খান ১০দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পাকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান রয়েছেন। সোমবার রাতে স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে গলা হত্যা করে বাদল। এরপর কেরোসিন ঢেলে মরদেহ পোাড়ানোর চেষ্টা করে। এসময় বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার সময় চম্পার শিশু সন্তান টের পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে খবর দেয়। এরপর স্থানীয়রা এসে ঘরের আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলে।...
বিয়ের ১০ দিনের মাথায় স্ত্রী-শ্বাশুড়িকে হত্যার পর ঘরে আগুন দিলো যুবক
পিরোজপুর প্রতিনিধি

বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ গ্রেপ্তার ৯
অনলাইন ডেস্ক

বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরও আছেন বলে জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক এমপি ও কাউন্সিলরসহ নয়জন রয়েছেন। তবে তাদের নাম পরিচয় এবং কবে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে বিস্তারিত পরে জানান হচ্ছে। news24bd.tv/FA
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিশু রবিউল আন্ধারিয়াগোপ গ্রামের রেজাউলের ছেলে। তার পরিবার জানিয়েছে, রাতে লিচু খাওয়ার সময় রবিউল বিচি না ফেলেই সেটি গিলে ফেলে। এতে বিচি তার গলায় আটকে যায় এবং শ্বাসরোধ হয়ে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ুন আহমেদ নূর শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসক এবং স্থানীয়রা এ ধরনের ছোট ফল বা খাবার শিশুদের খাওয়ানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।...
হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে এনসিপির জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষিণ করে। পরে দক্ষিণ তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন সবাই। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমানসহ জাহাঙ্গীর আলম, মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, সেই বিপ্লবীদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়। তাদের দেশের প্রতিইঞ্চি মাটিকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর