বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে যুবারা 

সংগৃহীত ছবি

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে যুবারা 

অনলাইন ডেস্ক

আসন্ন অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল রোববার ১টা ৫ মিনিটে দেশ ত্যাগ করেন মাহফুজুর রহমান রাব্বির দল।

দেশ ছাড়ার আগে দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন ভালো করার প্রত্যয়। নিজেদের প্রথম প্রতিপক্ষ ভারত ম্যাচ ঘিরেই আপাতত নিজেদের পরিকল্পনা দলের।

আফ্রিকায় পৌঁছে অবশ্য আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর নিজেদের প্রথম ম্যাচে ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে যুব দলের প্রতিপক্ষ হিসেবে ভারত ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।

ভারত ম্যাচের দুদিন পরই জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

news24bd.tv/SHS