নির্বাচনের পরদিন রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক। সোমবারের চিত্র।

নির্বাচনের পরদিন রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন শনিবার এবং নির্বাচনের দিন (৭ জানুয়ারি) রাজধানীর রাস্তায় যান চলাচল কম ছিল।  আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে আবার স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।

গত দুইদিন রাজধানীর রাস্তায় যানবাহন কম চলার কারণ হিসেবে কয়েকটি পরিবহনের চালককে জিজ্ঞেস করা হলে তারা জানান, রাজধানী থেকে অনেক মানুষই ভোট দিতে বা ছুটি কাটাতে ঢাকার বাইরে যান। তাই যাত্রী কম ছিল।

এছাড়া নাশকতার ভয় ছিল। হরতাল ছিল। সব মিলিয়ে মালিকরা বাস নামাতে বেশি ইচ্ছুক ছিলেন না।

সোমবার ( ৭ জানুয়ারি) বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মালবাহী গাড়ি চলতে দেখা গেছে সকাল থেকে।

 
সকাল ৯টায় রাজধানীর উত্তরা থেকে শুরু করে রামপুরা, মালিবাগ, মগবাজার, মহাখালী ও কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখা যায় যানবাহন চলছে।

জামিলুর নামের এক সংবাদকর্মী  জানান, নির্বাচনের দিন ( ৭ জানুয়ারি) তো সন্ধ্যার পর রাস্তাঘাটের পরিবেশ ভুতুড়ে ছিল। রিকশা ছাড়া কিছু চলাচল করতে দেখা যায়নি। রিকশার সংখ্যাও কম ছিল।  

সোমবার রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

news24bd.tv/ডিডি