যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন কম : এলি গোল্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে এলি গোল্ড।

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন কম : এলি গোল্ড

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে যত প্রশ্ন উঠেছিল, বাংলাদেশের নির্বাচনের পর সেরকম কোনো প্রশ্ন ওঠেনি বলে মন্তব্য করেছেন ইউএস গোল্ড ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট এলি এম গোল্ড।

সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। একইসাথে এলি গোল্ড প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা জানিয়ে এলি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এবং অনেক বাধার মধ্যেও ভোটার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, চীন ও রাশিয়া।

উল্লেখ্য, রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ বিশাল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

news24bd.tv/FA