গোল্ডেন গ্লোবে ওপেনহাইমারের জয়জয়কার

ওপেনহাইমারের দুই তারকা অভিনেতা কিলিয়ান মারফি ও রবার্ট ডাউনি জুনিয়র

গোল্ডেন গ্লোবে ওপেনহাইমারের জয়জয়কার

অনলাইন ডেস্ক

অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকার ৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। ২০২৩ সালে হলিউডের সিনেমাগুলোর মধ্যে থেকে সেরাদের সেরা বেঁছে নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৭ জানুয়ারি) আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের বেভারলি হিলসে, দ্য বেভারলি হিলটনে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবের এবারের আসর।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ওপেনহাইমার' এবারের আসরে বেস্ট মোশন পিকচার-ড্রামা জিতে নিয়েছে।

আমেরিকার পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওয়েপনহাইমারের জীবনীর ওপর নির্মিত এই বায়োপিকটি মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করতে শুরু করে।

এই সিনেমার জন্য সেরা পরিচালকের (মোশন পিকচার) পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান, সেরা অভিনেতা (মোশন পিকচার ড্রামা) হয়েছেন কিলিয়ান মারফি এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর (মোশন পিকচার) জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।

'ওপেনহাইমার' এবং ২০২৩ সালের অন্যতম একটি 'হাইপড' সিনেমা 'বার্বি' মিলে ৮ টি মনোনয়ন পেয়েছে।

কিন্তু 'বার্বি' পুরস্কারের ঝুলিতে মাত্র একটি অর্জন এসেছে।

সেরা মৌলিক গান (মোশন পিকচার) 'হোয়াট ওয়াজ আই মেড ফর' গানটির জন্য পুরস্কার জিতেছেন বিলি এইলিশ ও ফিনিয়াস।

এদিকে টেলিভিশনের জন্য সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে 'সাকসেশন', 'দ্য বিয়ার' ও 'বিফ'।

news24bd.tv/SC